পাহাড়ি জনগোষ্ঠীর সর্ববৃহৎ ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি উদযাপন উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
আজ (বুধবার ) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাকমা, মারমা ও ত্রিপুরাসহ নানা জাতিগোষ্ঠীর মানুষ, যারা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নৃত্য-গীতের মাধ্যমে তাদের সংস্কৃতির রঙ ছড়িয়ে দেন পুরো শহরে।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১২ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন। এ সময়জুড়ে রাঙামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা, নৃত্য-গীত এবং নানা প্রতিযোগিতা। উৎসব ঘিরে পুরো পাহাড় এখন এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে উঠেছে।