রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বিজুর আনুষ্ঠানিকতা শুরু
রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। শনিবার সকালে হ্রদের পাড়ে ত্রিপুরা, মারমা, চাকমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ‘ফুল বিজু’ পালন করেন।
ফুল ভাসানো কার্যক্রমের মাধ্যমে বিজুর প্রথম দিনের শুরু হয়। এই দিনে খুব ভোরে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয় সুস্থতা, শান্তি ও সমৃদ্ধির জন্য। রঙিন ফুল আর ধূপকাঠির সুগন্ধে ভরে ওঠে হ্রদের পাড়, সৃষ্টি হয় এক শান্তিময় পরিবেশ।
বিজু উৎসব তিন দিনব্যাপী। প্রথম দিন ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু এবং তৃতীয় দিন গোজ্জে পোজ্জে নামে পরিচিত। এই উৎসবের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠী পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।
স্থানীয় প্রশাসন, সংস্কৃতি সংগঠন ও তরুণদের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সাংস্কৃতিক মিলনমেলা। বিজু উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।