০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও প্রার্থনা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা এবং পাহাড়ি সম্প্রদায়ের বিহারগুলোতে বিশেষ প্রার্থনা।

সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাঙালি নারী-পুরুষসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন মেলার উদ্বোধন করেন। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবের অংশ হিসেবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বৈশাখী গান, নৃত্য ও পার্বত্য সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা তুলে ধরা হয়।

অন্যদিকে, বৈসাবি উৎসবের তৃতীয় দিনে রাঙ্গামাটির প্রতিটি বিহারে পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা নববর্ষ উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চবির ৫ শিক্ষার্থী উদ্ধার অভিযানে সেনাবাহিনী

বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও প্রার্থনা

Update Time : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা এবং পাহাড়ি সম্প্রদায়ের বিহারগুলোতে বিশেষ প্রার্থনা।

সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বাঙালি নারী-পুরুষসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন মেলার উদ্বোধন করেন। এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবের অংশ হিসেবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে বৈশাখী গান, নৃত্য ও পার্বত্য সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা তুলে ধরা হয়।

অন্যদিকে, বৈসাবি উৎসবের তৃতীয় দিনে রাঙ্গামাটির প্রতিটি বিহারে পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা নববর্ষ উপলক্ষে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।