নিজস্ব প্রতিনিধি
ফারুক হোসেন ২৮বছর বয়সী এক টগবগে যুবগ। মিষ্টভাষী এই যুবক কাজ করতো একটি ঔষুধ কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে। ঘটা করে কনে দেখার আয়োজন চলছিলো,কাল সকালেই তার জন্য কনে দেখতে পাশ্ববর্তী নাকাপা এলাকায় যাওয়ার প্রস্তুতি শেষ।
সম্ভাব্য নববধুর জন্য পছন্দ করে কিনে এনে ছিলো আংটি।
মূলত: তার বিয়ের পাত্রী দেখার জন্যই কর্মস্থল থেকে বাড়িতে আসা। কিন্তু ফারুকের আর বর সাজা হলোনা। র্দুবৃত্তদের ছুরিকাঘাতে পৃথিবী থেকে চিরবিদায় নিলো ফারুক। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে খাগড়াছড়ি জেলার রামগড়ের কালাডেবা নামক স্থানে।
ফারুক হোসেন (২৮) কালাডেবা গ্রামের আলী নেওয়াজের পুত্র। শনিবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় ফারুক কালাডেবা বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যেই ফারুককে র্দুবৃত্তরা হামলা করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে অনেক গুলো কোপ দিয়ে তাকে অচেতন অবস্থায় ঘটনা স্থলেই রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই ফারুককে আহত অবস্থায় এক পথিক দেখতে পেয়ে তার পরিবারকে খবর দিলে স্থানীয় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ফারুকের মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারনে কর্তব্যরত চিকিৎসক ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে প্রেরণ করেন।
কিন্তু ঘাতকের নির্মমতায় সেখানকার চিকিৎসকেরাও ফারুককে বাঁচাতে পারেনি।
অমোঘ মৃত্যুর কোলে ঢলে পড়ে ফারুক।
এদিকে ফারুকের পিতা বাদী হয়ে রামগড় মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ফারুকের হত্যাকারীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Leave a Reply