//জহিরুল হাসান বিজয়//
অবশেষে লকডাউন শিথিলের পথে পার্বত্য জেলা বান্দরবানে। আজকে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক জানানো হয় যে, বান্দরবান এবং লামা পৌরসভা এলাকায় ঘোষিত ২১ দিনের লকডাউন এর সময়সীমা আজ রাত ১২:০০ টায় শেষ হবে। আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী এখনও বান্দরবান এবং লামা পৌরসভা রেড জোন হিসেবে চিহ্নিত।
তথাপি……..
সর্বসাধারণের কথা বিবেচনাপূর্বক সামগ্রিক জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক রাখার জন্য আগামীকাল থেকে লকডাউন কিছুটা শিথিল করা হবে। স্বাস্থ্যবিধি মেনে দোকান পাট শপিংমল সকাল ১০ :০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে লকডাউন করা এলাকায় স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে রিক্সা টমটম ভ্যান মোটর সাইকেল কার ইত্যাদি যানবাহনচ চলাচল করতে পারবে।
তবে বান্দরবান হতে চট্টগ্রাম এবং ঢাকায় গাড়ি চলাচল এবং লামা পৌরসভা এলাকা হতে চট্টগ্রাম এবং ঢাকায় গাড়ি চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ( তবে পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে )
এছাড়াও আসন্ন ঈদুল আযহার আগে ট্যুরিজম অর্থাৎ পর্যটন স্পট হোটেল মোটেল কটেজ রিসোর্ট ইত্যাদি খুলে দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন।
Leave a Reply