//মো আইয়ুব ভূইয়া//
রাঙামাটি।
“স্যালভেশন” বাংলাদেশের একটি অন্যতম তরুণ সামাজিক সংগঠন। পার্বত্যঞ্চল রাঙ্গামাটিতে একদল তরুণ মিলে ২০১৭ এর ১৭’ই জানুয়ারি আজকের এই দিনে গড়ে তোলে এই সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে বেশ পরিচিতি লাভ করে সংগঠনটি। আজ সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা,প্রযুক্তি,পরিবেশ আন্দোলন, সামাজিক সচেতনতা এরকম বহু কাজ করে যাচ্ছে সংগঠনটি। নিরক্ষর মুক্ত বেকার বাংলাদেশ গড়তে গড়ে তুলেছে বিনামূল্যে শিক্ষাসেবা প্রতিষ্ঠান “ইচ্ছে পূরণ পাঠশালা”। যার মাধ্যমে আজ অনেক শিক্ষার্থী তাদের শিক্ষালাভের স্বপ্ন দেখতে সাহস পাচ্ছে। এছাড়া পাহাড়ধ্বসে স্বেচ্ছাসেবী কার্যক্রম,করোনা মহামারিতে জনসচেতনতা সৃষ্টি,শীতবস্ত্র বিতরণ সহ যেখানেই সমাজে যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছে “স্যালভেশন বাংলাদেশের” স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “ইচ্ছেপূরণ পাঠশালার” শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে আনন্দ ভ্রমণ। পড়াশোনার পাশাপাশি দেশ ঘুরে শিক্ষালাভের সুযোগটাও পেয়ে যাচ্ছে এ সকল শিক্ষার্থী। স্যালভেশন এগিয়ে যাক, এগিয়ে যাক বাংলাদেশ।
Leave a Reply